Thursday , April 3 2025

পাবনা স্বাধীনতা চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

Exif_JPEG_420

আব্দুল কাইউম (পাবনা) : গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক বন বিভাগ পাবনার উদ্বোগে পাবনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসক পাবনার  মুঃ আসাদুজ্জামান সভাপতিত্বে আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনা স্বাধীনতা চত্বরে (টাউন-হল) সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার পাবনার আকবর আলী মুনসী, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন প্রমুখ।

পাবনা স্বাধীনতা চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব বৃক্ষ প্রদর্শনী স্টলসহ মেলায় নার্সারি মালিক সমিতি পাবনার সর্বমোট ২০টি বৃক্ষ প্রদর্শনী স্টলে ছায়া সুশীতল বহু বৃক্ষের সমারোহ উপস্থিত বৃক্ষপ্রেমী আগামী প্রজন্মকে বৃক্ষ রোপণে দৃষ্টান্তমূলক জনসচেতনতা সৃষ্টি করবে বলে জানায় উপস্থিত সুধীজনেরা। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরূপ প্রভাবে জীব-বৈচিত্র্যের অস্তিত্ব সংকট নিরসনে বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই বলে তারা উল্লেখ করেন।

This post has already been read 3156 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …