গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রতিষ্ঠাতা পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত, ইমিরেটাস সায়েন্টিস্ট ড. কাজী এম. বদরুদ্দোজা গত ৩০ড. কাজী এম. বদরুদ্দোজা স্মরণ সভা অনুষ্ঠিত তারিখ মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে সোমবার (০২ অক্টোবর) সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, তোপখানা রোড, ঢাকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, এনআরবিসি ব্যাংক এর চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, এসিআই এগ্রিবিজনেসেস এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিএজেএফ এর সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।