সিলেট সংবাদদাতা: সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পিপিআর রোগ নিমূর্লের উদ্দেশ্য সোমবার (১০ অক্টোবর) মোগলগাঁও ইউনিয়নে দিনব্যাপী ৪৯২টি ছাগল, ৫০৮টি ভেড়া ও ৫টি গাড়লকে পিপিআর টিকা প্রদান করা হয়। গত শনিবার থেকে শুরু হওয়া টিকা প্রদান কর্মসূচিতে কান্দিগাঁও, খাদিমনগর ও মোগলগাঁও ইউনিয়নে মোট ৪৫৩৮ টি প্রাণিকে টিকা প্রদান করা হয়।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় আগামী ৯ তারিখ পর্যন্ত দেশব্যাপী এ টিকদান কর্মসূচি চলমান থাকবে। মঙ্গলবার হাটখোলা ইউনিয়নে টিকাদান কর্মসূচি চলবে।
সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরজমিন টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দেশ থেকে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূল না হওয়ায় বিদেশে মাংস রপ্তানি ব্যাহত হচ্ছে। এজন্য সকলকে এ কর্মসূচি সফল করার জন্য তিনি আহব্বান জানান । মোগলগাঁও ইউনিয়নের মেম্বারসহ প্রাণিসম্পদ দপ্তরের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।