বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫

রাজীবপুরে ভেজাল সার জব্দ 

রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: রাজীবপুর উপজেলার একটি কীটনাশকের দোকান থেকে ৫১ কেজি ভেজাল দস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ।

সোমবার (৯ অক্টোবর) সন্ধা রাতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত তদারকি অংশ হিসেবে উপজেলা শহরের বিভাগে কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতাদের দোকান পরিদর্শন করে। এ সময় ছাবিনা এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে ড্রীমল্যান্ড কোম্পানির ভেজাল দস্তা সার জব্দ করা হয়।

রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রতন মিয়া বলেন, নিয়মিত তদারকির সময় বাদশা মিয়ার দোকান থেকে ৫১ কেজি মানহীন দস্তা সার জব্দ করা হয়েছে। তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ভেজাল সার বিক্রি না করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে মানহীন বিভিন্ন কোম্পানির ভেজাল সার বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞায় ড্রীমল্যান্ড কোম্পানির ‘প্লান্ট জিংক দস্তা সার(মনে)’ অন্তর্ভুক্ত আছে।

নিয়ম অনুযায়ী নিষিদ্ধ কীটনাশক বা রাসায়নিক সার সংশ্লিষ্ট কোম্পানি গুলো বাজার প্রত্যাহার করে নেওয়ার কথা।

দোকান মালিক বাদশা মিয়া বলেন, আমি জানতাম না যে এই দস্তা সার বিক্রি নিষেধ। কোম্পানির প্রতিনিধিও আমাকে কিছু বলেনি।

এ বিষয়ে ড্রীমল্যান্ড কোম্পানির বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

জিংক বা দস্তা সার সাধারণত গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে অংশগ্রহণ করে থাকে। ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে । ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপকভাবে ফলন বাড়িয়ে থাকে।

This post has already been read 3078 times!

Check Also

দেশে পৌঁছেছে ইউক্রেনের সাড়ে ৫২ মেট্রিক টন গম

নিজস্ব প্রতিবেদক: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শত মেট্রিক টন …