Tuesday , April 22 2025

মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের উঠান বৈঠক

ফোয়াবের ব্যবস্থাপনায় মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বাস্তবায়ন বিষয়ক পাইলটিং প্রকল্প বিষয় চিংড়ি ক্লাস্টার ফারমারদের উঠান বৈঠকে বক্তব্য রাখছেন প্রধান অতিথি মোল্লা সামছুর রহমান শাহীন।

খুলনা সংবাদদাতা: স্মার্ট ফিশারিজ বাস্তবায়নে মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক ক্লাস্টার চিংড়ি চাষীদের নিয়ে ফিশারী প্রোডাক্টস বিজনেজ প্রোমশন কাউন্সিল (এফপি-বিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় ও ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ, (ফোয়াব)-এর যৌথ অর্থায়নে খুলনা জেলা মৎস্য অফিস ও আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর সহযোগিতায় এবং টেক-অ্যানালাইটিকা লিমিটেড-এর কারিগরি সহযোগিতায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ, (ফোয়াব)-এর ব্যবস্থাপনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বারুইকাটিতে চিংড়ি ক্লাস্টার সভাপতি সঞ্চিত কুমার গাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুন্তল ম-লের সঞ্চালনায় প্রথম চিংড়ি চাষীদের উঠান বৈঠক এবং বিকেল ৪টায় ১০নং ভাণ্ডারপাড়া ইউনিয়নের তালতলা চিংড়ি ক্লাস্টারের সভাপতি প্রণব বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ব্রজেন হালদারের পরিচালনায় দ্বিতীয় চিংড়ি চাষীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বৈঠকদ্বয়ে ‘স্মার্ট ফিশারিজ বাস্তবায়নে মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্প’ সম্পর্কে উপস্থাপনা করেন পাইলটিং প্রকল্পের কো-অডিনেটর মৎস্যবিদ মো. মনিরুজ্জামান। উভয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক ও ভাণ্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন ফোয়াবের খুলনা আঞ্চলিক কমিটির সদস্য সচিব শেখ শাকিল হোসেন, চিংড়ি বিশেষজ্ঞ কমলেশ সরকার, মো. ইয়াসিন হাওলাদার মানিক, ফোয়াবে অর্থ সম্পাদক সাফায়েত হোসেন শাওন, মনিমোহন ম-ল, ফোয়াব ডুমুরিয়া উপজেলা আঞ্চলিক কমিটির সদস্য সচিব আব্দুর সালাম বিশ্বাস, পাপ্পু রায়, ডেপুটি ম্যানেজার সেলস, আস্থা ফিড লি. আশিকুর রহমান, শিউলি গাইন, সুনীতি গাইন, চঞ্চল বিশ্বাস, দিপংকর বিশ্বাস, হিমা কবিরাজ, কমলেশ বৈরাগী, নমিতা রায়, কনক রায়, অনামিকা মণ্ডল, বন্ধন বিশ্বাস, সুক্রিয়া মণ্ডল, ধীরাজ বালা, শ্যামল বিশ্বাস প্রমুখ।

This post has already been read 2726 times!

Check Also

সত্যিকারের মৎস্যজীবীরা আইন ভঙ্গ করেনা, জাটকা ধরেনা- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর উদ্ভোধনকে উৎসাহব্যঞ্জক উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা …