শনিবার , নভেম্বর ২৩ ২০২৪

খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শণে খাজানগরে  ২টি গুদাম সিলগালা

কুষ্টিয়া সংবাদদাতা: আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরে বিভিন্ন অটোরাইস মিল পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী দেশ এগ্রো অটোরাইস মিল,সু্বর্ণা অটোরাইস মিল,আল্লাহর দান অটোরাইস মিল,স্বর্ণা অটোরাইস মিল ও রশিদ অটোরাইস মিল আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় অবৈধভাবে গম ও আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করে জেলা প্রশাসন। এছাড়া অবৈধ ধান মজুতের চিত্র পেয়ে একটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাজার স্থিতিশীল করতে সারা দেশেই অভিযান চলছে।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ইসমাইল হোসেন ,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ,কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা,পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো:বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

This post has already been read 1627 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …