রহমতুল্লাহ দোলন (পাবনা) : পাবনা সদর উপজেলায় অর্ধেক দামে উন্নত কৃষি প্রযুক্তির ধান কাটার রিপার মেশিন পেয়েছেন কৃষকরা। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ৪ টি রিপার যন্ত্র বিতরণ করা হয় প্রতিটি রিপার মেশিনের মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা, ভর্তুকি মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ৪ টি রিপার যন্ত্র বিতরণ করা। কৃষকদেরকে এই মেশিনের চাবি হস্তান্তর করেন কৃষি বিভাগ।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। আরো উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: জামাল উদ্দীন, অতিরিক্ত উপপরিচালক শস্য মো: রোকনুজ্জামান এবং উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে রিপার মেশিনের মাধ্যমে ধান কাটা, গম কাটা এলোমেলো ধানও কাটা যায় কাদা মাটি ও পড়ে থাকা ধানও কাটা সম্ভব। যন্ত্রটি কৃষকের দোড়গোড়ায় সহজলভ্য করার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার প্রতিটি যন্ত্রে ৫০% ভতুর্কি দিচ্ছে। যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে ফসলের উৎপাদনশীলতা ও কৃষকের উৎপাদন খরচ কমানো সম্ভব।