Thursday , April 3 2025

সিলেটে ব্র্যাকের এআইএসপি বার্ষিক সম্মলেন অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: ‘জাত উন্নয়নের অগ্রপথিক’ এই স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট প্রাণী সম্পদ গড়ার লক্ষে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় কর্মরত ১০৭ জন ব্র্যাক এআইএসপি নিয়ে বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্র্যাক লার্নিং সেন্টার সিলেটে অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডা. মো: শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভুইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিকৃবির ডীন ও ফ্যাকাল্টি অফ ভেটেরিটোরি এনিমেল এন্ড বায়োমেডিকেল সায়েন্স ডা. মো. সিদ্দিকুর রহমান, সিকৃবির ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিংয়ের চেয়ারম্যান ডা. মো: আতাউর রহমান, সিকৃবির ডিপার্টমেন্ট অফ এনিমেল নিউট্রিশন ডা. মো: শাহেব উদ্দিন মাহফুজ, সিকৃবির ডিপার্টমেন্ট অফ লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট ডা. মো: নাজিম উদ্দিন, ব্র্যাক প্রধান কার্যালয় ঢাকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডা. মো: শওকত আলী, সিলেট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. রঞ্জিত আচার, ব্র্যাকের এআই এন্টারপ্রাইজ জোনাল সেলস ম্যানেজার ইস্ট জোন এ এফ এম মঞ্জুরুর রহমান, ব্রাকের সিলেট ডিভিশনাল মেনেজার রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক এ আই এএন্টারপ্রাইজ সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, ব্রাক এ আই এন্টারপ্রাইজ সিলেটের ভেটেরিনারি সার্জন ডা, অঞ্জনা রানী বর্মন প্রমুখ।

বার্ষিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তাবৃন্দ ব্র্যাকের এ আই কার্যক্রমের প্রশংসা করে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। দিনব্যাপি উক্ত অনুষ্ঠানে ব্র্যাক এ আই এসপিদের খেলাধুলা, সংস্কৃতি, লটারি এবং এ আইএসপিদেরই ভালো কাজের পুরষ্কৃত করা হয়।

This post has already been read 2428 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …