গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর আয়োজনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বারি’র মহাপরিচালকের সভাকক্ষে বারিতে করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. জহুরুল করিম; সাবেক মহাপরিচালক (বারি) ড. মো. মতিউর রহমান; সাবেক মহাপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) ড. রহিমউদ্দিন আহম্মেদ; সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূলায়ন উইং, বারি) ড. সৈয়দ নূরুল আলম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (চলতি দায়িত্ব) কেজিএফ প্রকল্প, বিএআরসি, ড. সুরাইয়া পারভীন। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।