Thursday , April 10 2025

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক বুধবার (১৭ এপ্রিল) কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, মো. মামুনুর রশীদ কিরন, এ কেএম রেজাউল করিম তানসেন, মো. জাকির হোসেন এবং ফরিদুন্নাহার লাইলী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পরিচিতি পর্ব, কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা/প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি অবহিতকরণ, প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়ন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

কৃষি মন্ত্রণালয়ের  ভারপ্রাপ্ত সচিব ড. মলয় চৌধুরী(অতিরিক্ত সচিব), মহাপরিচালকগণ, প্রধান নির্বাহীগণ, বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

This post has already been read 2369 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …