রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

বরিশালের বানারীপাড়ায় সূর্যমুখীর সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বানারীপাড়ায় সূর্যমুখীর সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার কৃষ্ণপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারির কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত। গেস্ট অব অনার ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট ড. সৈয়দ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইকবাল ফারুক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোনিম, কৃষক মো. জাকির হোসেন, কিষাণী তানজিলা ইসলাম প্রমুখ। মাঠ দিবসে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, কীটনাশক কোনো ওষুধ নয়, বিষ। এর যথেচ্ছ ব্যবহারে ফসল বিষক্রিয়ায় পরিণত হয়। পাশাপাশি বন্ধু পোকাও মারা যায়। অথচ ফসলের ৮০ ভাগ পোকাই হলো উপকারী। আমাদের দেখতে হবে- সমস্যার আড়ালে কী সম্ভাবনা আছে। তাই পোকা দেখলেই কীটনাশক ব্যবহার না করে সমন্বিত বালাইব্যবস্থাপনার মাধ্যমে পোকা দমন করতে হবে। তাহলে অপকারী পোকা মারা যাবে। আবার পরিবেশও থাকবে অনুকূলে।

This post has already been read 1478 times!

Check Also

বরগুনায় কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত বোরোর বীজধান বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার আমতলীতে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত বোরোর বীজধান বিতরণ করা হয়েছে। …