শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪

বারিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগ এবং কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে সোমবার (১৩ মে) ইনস্টিটিউট এর কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

“কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রুপান্তর (১ম সংশোধিত)” ডিএই, শীর্ষক প্রকল্প প্রশিক্ষণে অর্থায়ন করে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাদল চন্দ্র বিশ্বাস। এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব বিভাগ) ড. ফেরদৌসী বেগম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. ইমরান খান চৌধুরী।

This post has already been read 1115 times!

Check Also

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জনপ্রিয় জাত পরিচিতি ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা …