রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

বরিশালে স্মার্টকৃষি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে স্মার্টকৃষি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ জুন) নগরীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এর সম্মেলনকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মামুন-উর-রশিদ। মুল আলোচক হিসেবে ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। গণমাধ্যম বিষয়ে আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর ব্যুরো চীফ মো. জসিম উদ্দীন।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠি উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ^াস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, কৃষক আবু বকর সুমন প্রমুখ। অনুষ্ঠানে কৃষি ও তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক মিলে ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলের কৃষি এখন অনেকটাই চ্যালেঞ্জিং। তা মোকাবেলা করে ফসলের উৎপাদন বাড়াতে হবে। এর সহায়ক হিসেবে স্মার্টকৃষির ভূমিকা অনন্য। আর তা কৃষক এবং কৃষিবিদের সম্মিলিত প্রচষ্টায় বাস্তবায়ন সম্ভব।

This post has already been read 1129 times!

Check Also

বরিশালে গ্রীণহাউজ গ্যাস নিরুপণ ল্যাব উদ্বোধন করলেন ব্রির ডিজি

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে গ্রীণহাউজ গ্যাস নিরুপণ ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষাণা ইনস্টিটিউটের …