বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪

বন্যার ক্ষয়ক্ষতি নিরূপন ও পরবর্তী করণীয় বিষয়ে কৃষি মন্ত্রণালয় ১২ সিদ্ধান্ত

এগ্রিনিউজ২৪.কম: সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপন ও বন্যা পরবর্তী করণীয় বিষয়ে কৃষি মন্ত্রণালয় ১২ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে কৃষি প্রণোদনা বাড়ানো  ও পুনর্বাসন কর্মসূচী জোরদারের সিদ্ধান্ত হয়।

১.অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসারগণের সমন্বয়ে টীম গঠন করে দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে;

২. চলমান কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচী জোরদার করতে হবে;

৩. বন্যায় ক্ষতি মোকাবেলার জন্য উপযুক্ত জাতের আমন ধানের বীজের পর্যাপ্ত সংস্থান ও সরবরাহের ব্যবস্থা করতে হবে;

৪. অপেক্ষাকৃত উচু জায়গায় আপদকালীন বীজতলা তৈরীর কাজ শুরু করতে হবে;

৫. নাবী জাতের রোপা আমন ধান চাষে কৃষকদের পরামর্শ দিতে হবে;

৬. নাবী জাতের ধানের বীজ দেশের বন্যামুক্ত এলাকা হতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করতে হবে;

৭. বন্যা কবলিত ঝুঁকিপূর্ণ গুদামে রক্ষিত সার নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে;

৮. আগাম জাতের শীতকালীন সব্জি উৎপাদনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে;

৯. বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণপূর্বক মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে;

১০. বন্যা দুর্গত এলাকার কৃষি অফিসসমূহে সকল কর্মকর্তা/কর্মচারীর ছুটি বাতিল করা হয়;

১১. বন্যা দূর্গত এলাকার সার্বক্ষণিক তথ্য সরবরাহের লক্ষ্যে উপজেলা, জেলা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনপূর্বক হালনাগাদ তথ্য সরবরাহ করতে হবে;

১২. বন্যা কবলিত এলাকায় সরকারি অফিসসমূহের মালামাল নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে।

আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান এর সভাপতিত্বে অনলাইনে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

This post has already been read 2529 times!

Check Also

করলা চাষে সফল তালতলীর কৃষক হালদার

বরগুনা সংবাদদাতা: দেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী প্রত্যন্ত উপজেলা বরগুনার তালতলী। প্রাকৃতিক দুর্যোগ সেচ, লবনাক্ততা সহ রয়েছে …