মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪

৪ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আব্দুল কাইউম (পাবনা) : পাবনা ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)কলেজ চত্বরে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, মতবিনিময় ও আলোচনা সভা করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এটিআই চত্বর থেকে শুরু হয়ে উপজেলা কৃষি অফিস ঘুরে ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানের প্রকম্পিত করে রাখে। তুমি কে আমি কে কৃষি সেবক কৃষি সেবক; ৪ দফা ৪ দাবি, মানতে হবে, মানতে হবে ইত্যাদি।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ৪দফা দাবি মধ্যে রয়েছে –

১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববদ্যিালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।

২. কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিতে হবে অথবা আয়তনে সবচেয়ে বড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কে বিশ্ববিদ্যালয় হিসেবে ষোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে।

৩. ডিপ্লোমা কৃষি শিক্ষাকে আন্তজার্তিক মানসম্পন্ন করতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এদিকে বেসরকারি কৃষি ডিল্পোমার শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন ও সংহতি প্রকাশ করেন।

This post has already been read 213 times!

Check Also

৫ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস

সিকৃবি সংবাদদাতা : শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে …