Friday , April 11 2025

আটঘরিয়া চতরাবিলে ৩ লাখ টাকার চায়না দোয়ারি জাল জব্দ

আব্দুল কাইউম (পাবনা) : পাবনার আটঘরিয়া উপজেলার চতরাবিল অঞ্চলে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (০২ আক্টোবর) সকাল থেকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিল  এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটঘরিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতরার বিল এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চতরাবিল থেকে ৯৫টি চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জাল রেখে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম বলেন, অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

This post has already been read 1649 times!

Check Also

মাছের বর্জ্যকে সম্পদে রূপান্তরে গাকৃবি-ইউএনডিপি চুক্তি

গাকৃবি সংবাদদাতা: মাছের বর্জ্য থেকে মূল্যবান পণ্য নিষ্কাশনের উপযুক্ত পদ্ধতি উন্নয়ন এবং এর সম্প্রসারণ বিষয়ে …