রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

জলঢাকায় মাল্টা বাগান পরিদর্শনে জেলা প্রশাসক

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় মাল্টা বাগান পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।শনিবার (২৩ নভেম্বর) রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত খুটামারার হরিশ চন্দ্র পাঠের কৃষক আশরাফুল ইসলামের মুগ্ধ করা বারি মাল্টা-১ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, সিনিয়র মনিটরিং অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ,কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামানসহ উপজেলার উপ-সহকারীবৃন্দ।

জানা যায়,খুটামারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম। স্হানীয় মানুষের সেবা করেই যার অলস ভাবে দিন চলে যেতো।হরিশ্চন্দ্র পাঠ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে রাডারডিপি প্রকল্পের আওতায় বাড়ির পাশে ২০১৮ সালে ৪০ শতাংশ জমিতে বারি মাল্টা-১ জাতের ১০০ টি চারা রোপণ করেন।তিন বছরের মাথায় গাছে ফল আসায় উদ্বুদ্ধ হয়ে আরও ৭০ শতাংশে ১৭৭ টি গাছের চারা রোপণ করেন।বর্তমানে যার ফলনের বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষ টাকা।খরচ বাদে লাভ প্রায় ১৫ লক্ষ টাকা।তার মালটার সুনাম ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অনেক চাষীই নিজেদের আম,কাঁঠালের বাগান কেটে মাল্টায় দিন বদলের স্বপ্ন দেখছেন।

এসময় জেলা প্রশাসক মালটা বাগানটি ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।এ সাফল্য অন্যদের অনুপ্রানীত করবে বলে অভিমত ব্যক্ত করেন।

This post has already been read 27 times!

Check Also

গ্রীণ ইভোলুশন প্রকল্প এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: Friends in Village Development Bangladesh (FIVDB) আয়োজনে Welt hunger hilfe (WHH) Bangladesh এর …