নিজস্ব প্রতিবেদক: আদর্শ এগ্রোভেট লিমিটেড -এ সেলস ম্যানেজার হিসেবে যোগদান করেছেন দেশের প্রাণিজ আমিষ ও প্রাণিস্বাস্থ্য সেবা খাতের পরিচিত মুখ মো. মনিরুল ইসলাম। সর্বশেষ তিনি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর এনিমেল হেলথ ডিভিশনে কিছুদিন কর্মরত ছিলেন।
উল্লেখিত, প্রাণিস্বাস্থ্য সেবা খাতে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মনিরুলের রয়েছে দে-বিদেশের স্বনামধন্য কোম্পানিতে সুনামের সাথে কাজ করার অভিজ্ঞতা। ফলে দেশের পোলট্রি, ফিস ও ডেইরি খাতের সংশ্লিষ্টদের সাথে এক বিশেষ পরিচিতি।
মনিরুল ইসলাম ২০০৯ সনে স্কয়ার এগ্রোভেট ডিভিশনে সেলস প্রমোশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে ২০১০ সনে তিনি রাজশাহীতে সেলসের দায়িত্ব পান। নিরলস প্রচেষ্টা, পরিশ্রম ও সততার মাধ্যমে ২০১২ সনে তিনি সিনিয়র সেলস প্রমোশন অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন এবং উক্ত সময়ে বেস্ট অফিসার হিসেবে এওয়ার্ড লাভ করেন। এরপর ২০১৬ সনে ইনস্টিটিউট বিজনেস ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত যতগুলো স্কয়ারে নিয়োগ দেওয়া হয় সবার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানেও তিনি সফলতা অর্জন করেন। তিনি স্কয়ার কোম্পানির পক্ষ থেকে তিন- তিনবার (২০১৭, ২০১৮ এবং ২০২১ সন) ফরেন টুর প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ভ্রমণ করেন। তিনি ম্যানেজার অফ দা ইয়ার হওয়ার সফলতা ও অর্জন করেন সনে।
২০২২ সনের মে মাসে তিনি মাল্টিন্যাশনাল কোম্পানি এলানকো বাংলাদেশ লিমিটেডে রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে যোগদান করেন। সেখানেও তিনি এক্সিলেন্ট রিজিওনাল সেলস ম্যানেজার এওয়ার্ড পান।
মনিরুল ইসলামন মাহমুদবাগ হাই স্কুল হতে ২০০১ সনে এসএসসি এবং শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ থেকে ২০০৩ সনে এইচএসসি পাশ করেন। গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ হতে ২০০৭ সনে উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞানে তিনি বিএসসি (স্নাতক) পাস করেন । ২০১০ সনে তিনি স এমবিএ (মার্কেটিং) সম্পন্ন করেন।
মো. মনিরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৌচা কৃষ্ণপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তিন সন্তানের জনক।
প্রাণি সেক্টরের সকলের কাছে দোয়া প্রার্থী। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন এ সেক্টরের সেবা দিয়ে থাকবো। তিনি এই পেশায় কাজ করে যেতে চান সকলের ভালোবাসায়।