রবিবার , জানুয়ারি ২৬ ২০২৫

ভারতীয় চালের প্রথম চালান আগামীকাল দেশে পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদক: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত  থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০  মেট্রিক টন সেদ্ধ চাল   নিয়ে MV. TANAIS DREAM জাহাজটি আগামীকাল  ভোর সাড়ে ৫.৩০ এ চট্টগ্রাম বন্দরের  পৌঁছাবে  -খাদ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত  থেকে আমদানিকৃত চালের  প্রথম চালান। গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানিকৃত সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের  নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে।এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

This post has already been read 21351 times!

Check Also

চিংড়ির উৎপাদন বৃদ্ধিতে সিনবায়োটিক প্রযুক্তির সফলতা পাচ্ছে খুলনার চাষিরা

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব জনিত কারনে মাত্রারিক্ত তাপমাত্রা, বৃষ্টিপাত, …