শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫

সিকৃবিতে জিআইএস প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: ২৭-২৮ ডিসেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি)  বিজনেস ক্লাব (SAUBC) এবং  মাৎস্যবিজ্ঞান অনুষদের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন শৈবাল (SHOIBAL) এর আয়োজনে ২ দিন ব্যাপী “GIS Training Session”  অনুষ্ঠিত হয়েছে। সেশনটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এডজাংক্ট ফ্যাকাল্টি  মেম্বার সব্যসাচী নিলয়। প্রশিক্ষণে ArcGIS 10.8 সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে এর ব্যবহার, গুগল আর্থ ইঞ্জিন এর ব্যবহার ও ইন্টারনেট থেকে ডেটা নিয়ে ArcGIS 10.8 এর মাধ্যমে কিভাবে ম্যাপ তৈরি করা যায় সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন  প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল ,  জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ হারুন-আল-রশীদ প্রমুখ। প্রশিক্ষণ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কুইজ ও এ্যাসাইনমেন্ট পর্বে বিজয়ীদের পুরস্কার ও  সার্টিফিকেট প্রদান করেন। ২ দিন ব্যাপী কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, বিজনেস ক্লাব এবং শৈবাল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীগণ  সহজেই  ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানিক ও অবস্থানিক উপাত্তের সমন্বয় ঘটিয়ে  কম্পিউটারের  সাহায্যে Arc Gis  সফটওয়্যার এর মাধ্যমে  বিশ্লেষণ, সংরক্ষণ, সমন্বয় , উপস্থাপন  করতে পারবে, যা তাদেরকে গবেষণা কার্যক্রমে পারদর্শী করে তুলবে।

This post has already been read 512 times!

Check Also

ড. মাহফুজুর রবের মৃত্যুতে সিকৃবি ভিসির শোক

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী  প্রফেসর  ড. মোঃ মাহফুজুর …