রবিবার , জানুয়ারি ৫ ২০২৫

ম্যাভেরিক ইনোভেশনের সাথে বশেমুরকৃবি’র চুক্তি স্বাক্ষর

বশেমুরকৃবি সংবাদদাতা: শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাথে পরিবেশ, অ্যাকোয়াকালচার, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাভেরিক ইনোভেশনের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর  (সোমবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কনফারেন্স রুমে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ। এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম এবং ম্যাভেরিক ইনোভেশন (গাজীপুর) এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. কবির চৌধুরী। পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা।

চুক্তিপত্র স্বাক্ষর শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকে ম্যাভেরিক ইনোভেশনের সাথে চুক্তি স্বাক্ষর একটি সময়োপযোগী পদক্ষেপ। বশেমুরকৃবি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হওয়ায় উভয়ের সাথে কাজ করলে গবেষণা কার্যক্রমকে এক নতুন মাত্রায় উন্নীত করা সম্ভব। এ বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সফলতার শীর্ষে পৌঁছার জন্য যেকোনো শিক্ষা ও গবেষণামূলক দিকনির্দেশনাকে সর্বদা স্বাগত জানাতে বশেমুরকৃবি অঙ্গীকারাবদ্ধ বলেও ভাইস-চ্যান্সেলর মতামত ব্যক্ত করেন।

ম্যাভেরিক ইনোভেশনের প্রধান নির্বাহীর ভূয়সী প্রশংসা করতে যেয়ে তিনি বলেন, ড. কবির চৌধুরী নিজেই একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানী। বিশ্বের বহু নামীদামী জার্নালে তাঁর গবেষণাপত্র রয়েছে। উনার মতো একজন মানুষের প্রতিষ্ঠানের সাথে আমাদের বিশ্ববিদ্যালয় চুক্তি স্বাক্ষর করতে পেরে সত্যিই আমরা গর্বিত। আমরা আশা করবো, এটি কেবল চুক্তি স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; কাজেও সেটির প্রমাণ মিলবে।

ম্যাভেরিক ইনোভেশনের সিইও ড. কবির চৌধুরী বলেন, বশেমুরকৃবি’র সাথে যৌথভাবে কাজ করলে যেকোনো উৎপাদনমুখী গবেষণা কার্যক্রমের মান বৃদ্ধি করা সহজ হবে।

This post has already been read 216 times!

Check Also

ড. মাহফুজুর রবের মৃত্যুতে সিকৃবি ভিসির শোক

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী  প্রফেসর  ড. মোঃ মাহফুজুর …