রাজশাহী সংবাদদাতা: মঙ্গলবার (০৮ জানুয়ারি) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলার চারঘাট ও পুঠিয়া উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।
সচিব কৃষি মন্ত্রণালয় বলেন, রাজশাহী জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বিপ্লব হয়েছে। সংকট রোধে গ্রীষ্মকালীন পেঁয়াজের পাশাপাশি শীতকালীন পেঁয়াজ চাষ করতে হবে। চারঘাট উপজেলার হলদিগাছিতে মো. মামুনুর রশীদ ও পুঠিয়া উপজেলায় প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাসিক এন-৫৩) পরিদর্শন শেষে প্রায় ৪ শতাধিক পেঁয়াজ চাষীদের কৃষক সমাবেশে কৃষকদের সাথে মতবিনিময় করেন। “আমদানি নির্ভরশীলতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময়” সভায় তিনি আরো বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে পেঁয়াজ বীজ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে যাতে সারা বছর পেঁয়াজের উৎপাদন সম্ভব হয়।
মত বিনিময় সভায় কৃষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন আ: ইসমাইল হোসেন, কৃষক, শিবপুর পুঠিয়া; মোছা: রুমা পারভীন, উদ্যোক্তা ও কৃষক, পুঠিয়া শিবপুর; মো. সাইদ হাসান, ছাত্র প্রতিনিধি, ট্রাইকো কম্পোস্ট ও ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়; মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. সাইফুল আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
আজকের মতবিনিময় সভা ও পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন দীপংকর বিশ্বাস, যুগ্মসচিব কৃষি মন্ত্রণালয়; তরফদার মো. আক্তার জামীল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মো. মাকছুদুল ইসলাম, সচিবের একান্ত সচিব কৃষি মন্ত্রণালয়; কৃষি সম্পসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক ড. মো. সাহিনুল ইসলাম; অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ উইং, আবু মো. এনায়েত উল্লাহ, ডিএই; কৃষি সম্পসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক, ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, উপপরিচালক প্রশাসন, ডিএই; মো. রেজাউল ইসলাম মুকুল, উপপরিচালক, ডিএই; রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. উম্মে ছালমা, উপজেলা নির্বাহী অফিসার চারঘাট, পুঠিয়া; প্রকল্প পরিচালক আরডিএডিপি, রফতানীযোগ্য আম উৎপাদন প্রকল্প, রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক অফিসার মো. শরিফুল ইসলাম ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য, কৃষি তথ্য সাভিস, জনপ্রতিনিধি, কৃষক-কৃষণী, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।