সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫

জনগণের ওপর কর্তৃত্ব নয় – ভূমি সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের ওপর কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য।আমরা শাসক নই আমরা উন্নয়নের কাজে নেতৃত্বে দিবো,সবসময় জনগণের পাশে দাঁড়াবো। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে জনগণের কাছে।  যার যার দায়িত্ব তা ভালোভাবে বুঝে, জেনে জনকল্যাণে প্রয়োগ করতে হবে। এদেশের জনগণকে ভালবাসতে হবে এবং বিশ্বাস করতে হবে। জুলাই বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। জনপ্রত্যাশা পুরণে সেবার মানুষিকতা নিয়ে  মানুষের পাশে দাঁড়াতে হবে।

আজ (রবিবার,১২ জানুয়ারি) রাজধানীর ডেমরায় করিম জুট মিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়াম “১৩৮ তম সার্ভে ও  সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৪-২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সের  আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সচিব বলেন, এটি একটি ঐতিহ্যবাহী প্রশিক্ষণ, একটি জটিল বিষয়।  এবিষয়ে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এ প্রশিক্ষণ থেকে যা পাবেন চাকুরির জীবনে এ সুযোগ আর আসবে না।  এখান থেকে যত পারবেন জ্ঞান অর্জন করবেন।  প্রশিক্ষণে যতো কষ্ট হোক তা একসময় স্মৃতি হয়ে থাকবে। এটাই একমাত্র প্রশিক্ষণ যেখানে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। পাঁচটি ক্যাডার একসাথে  প্রশিক্ষণের ফলে  আন্ত:ক্যাডার  যোগাযোগের বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ  কর্মক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পরবে।

তিনি আরো বলে, প্রশিক্ষণ শেষে  মাঠে ফিরে গিয়ে জনগণের সাথে কাজ করবেন। আগে যেভাবে  জনগণকে দেখতেন  এখন সেভাবে দেখা যাবে না। জনগণের  প্রতি দায়িত্ব কর্তব্য পালনে নমনীয় হতে হবে।  মনে রাখতে হবে- জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন আধ্যায়ের শুরু করেছি। জনগণের সাথে ভালো আচরণ করতে হবে, সঠিক সেবা দিতে হবে।

সব  ভূমি মালিকরা  সফটওয়্যার আওতায় আসবেন। ভূমি ব্যবস্থাপনার নতুন ধারার সূচনা হবে।  জনগণকে ডিজিটাল ভূমি সেবা  প্রদানে নিজেকে  প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম ।

স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচাক ও    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক(ভূমি রেকর্ড) মো: মোমিনুর রশীদ; এছাড়া ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণে বিসিএস প্রশাসন,বন,বিচার,রেলওয়ে ও পুলিশের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 84 times!

Check Also

এগ্রো বিজনেস ডাইরেক্টরীতে কোম্পানীর প্রোফাইল ও বিজ্ঞাপন দেয়ার সময় বাড়ানো হয়েছে

এগ্রো বিজনেস ডাইরেক্টরী ২০২৫ এ আপনার কোম্পানী/প্রতিষ্ঠানের পণ্য প্রচারের বিজ্ঞাপন দেন নি তাঁরা আগামী ১৫/০১/২০২৫ …