নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি কৃষিবিদ আমির হোসেন সানি ও সাধারণ সম্পাদক কৃষিবিদ হমায়ন কবির এর নেতৃত্ব আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তাঁরা মহাপরিচালকের কার্যালয়ে উক্ত সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এ সময় নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমক, অফিস সেক্রেটারি ডা. মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. রকিবুল হাসান, মো. তোসাদ্দক তুহিন, ট্রেজারার কৃষিবিদ মো.মোজাম্মেল, কৃষিবিদ যুগ্ন সম্পাদক ওয়াহিদুল ইসলাম পিনু, প্রেস সেক্রেটারি ডা. আজিমুল হক, নাজমুল সাকিব হামিম, বায়োল্যাব এর ডা. মো. কামরুজ্জামান খোকন সহ ভিএলএস বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দেশের কৃষি ও প্রাণিজ আমিষ সেক্টরকে এগিয়ে নিতে প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দ এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন। মহাপরিচালক দেশ ও সেক্টরের স্বার্থে এ সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
উল্লেখ্য, দেশের বেসরকারি কৃষি সংশ্লিষ্ট খাতে কৃষিবিদ এবং নন কৃষিবিদ ব্যক্তিবর্গ যারা এই খাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের স্বার্থসংশ্লিষ্ট এবং একত্রীকরণের উদ্দেশ্যে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশের যাত্রা। সেক্টর সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ের মাধ্যমে কৃষি সেক্টরের উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করা এ সংগঠনের মূল উদ্দেশ্য।