বৃহস্পতিবার , জানুয়ারি ১৬ ২০২৫

খাদ্য মন্ত্রণালয় ও CoMove Foundation, Netherlands এর মধ্যে  সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যের অপচয় কমানো, টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস  এবং  খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য খাদ্য মন্ত্রণালয় এবং CoMove Foundation, Netherlands এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।   CoMove Foundation, Netherlands এর ডাইরেক্টর MR.DAUTZENBERG এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জিয়াউদ্দীন আহমদ, এনডিসি এ সমঝোতা স্মারকে  স্বাক্ষর করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসানসহ  সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এতে আশাবাদ ব্যক্ত করা হয় যে CoMove Foundation এর সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার  চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন  করা সম্ভব হবে।

This post has already been read 21 times!

Check Also

আকিজ এগ্রো ফিড -কৃষি খাতে নতুন যুগের সূচনা করবে!

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তাদের কল্যাণে অত্যাধুনিক ও সেরা মানের ফিড …