নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার (১৯ জানুয়ারি) জেলার নলছিটি উপজেলার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন, শিক্ষার্থী জুবায়ের হাওলাদার, মনি দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় উপস্থিত দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃষক ও ছাত্র-ছাত্রী মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
ইউএসএআইডি এবং সিমিট বাংলাদেশের সিসা-এমইএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৮ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলো- মো. জুবায়ের খান, নিশাত, সুরাইয়া আক্তার মীম, মোসাম্মৎ মরিয়ম, মনি দাস, ফাহিম হোসেন, অনন্যা এবং জান্নাতী আক্তার সোনালী।