মো. খোরশেদ আলম জুয়েল: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি ডেইরি ফার্মে প্রথমবারের মতো নতুন স্ট্রেইনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইনটির নাম D1.1; যা এখন পর্যন্ত নেভাদার ৬টি ডেইরি খামারে সনাক্ত করা গেছে। শুধু তাই নয়, স্ট্রেইনটি যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যেও সংক্রমিত হয়েছে -ডেইরি গ্লোবাল এর সম্পাদক জানা ভ্যান দিজক্ এর একটি নিবন্ধতে এমন তথ্য উঠে এসেছে।
জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারি প্রথমবারের মতো এই স্ট্রেইনটি মার্কিন কৃষি বিভাগের (USDA) ন্যাশনাল মিল্ক টেস্টিং স্ট্র্যাটেজি (NMTS) এর মাধ্যমে সিলো টেস্টিংয়ে ধরা পড়ে। পূর্বে এই স্ট্রেইনটি প্রধানত উত্তর আমেরিকার বন্য পাখি ও হাঁস-মুরগির মধ্যে শনাক্ত হয়েছিল।
নেভাদা রাজ্যের কৃষি বিভাগ (NDA) জানিয়েছে, এটি প্রথমবারের মতো ডেইরি গরুতে পাওয়া গেল। এই ভাইরাসের জিনোটাইপ D1.1 এই শরৎ ও শীতকালে উত্তর আমেরিকার ফ্লাইওয়েগুলোতে প্রধান হয়ে উঠেছে এবং এটি বন্য পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং গৃহপালিত হাঁস-মুরগির মধ্যে ছড়িয়ে পড়েছে।
মানব সংক্রমণের শঙ্কা
নতুন শনাক্ত হওয়া H5N1 বার্ড ফ্লুর এই জিনোটাইপ D1.1 পূর্বে ডেইরি গরুতে পাওয়া B3.13 জিনোটাইপের তুলনায় ভিন্ন। এই স্ট্রেইনটি যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যেও সংক্রমিত হয়েছে এবং হাঁস-মুরগির মধ্যে কয়েকটি প্রাদুর্ভাব সৃষ্টি করেছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, গত ডিসেম্বরে লুইসিয়ানার এক ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি আক্রান্ত হন, যিনি সংক্রমিত হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিলেন। পরবর্তীতে, জানুয়ারিতে, CDC নিশ্চিত করে যে, ওই ব্যক্তি মারা গেছেন। পরীক্ষার মাধ্যমে জানা গেছে, তার শরীরে পাওয়া ভাইরাসটি D1.1 জিনোটাইপের, যা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বন্য পাখি, হাঁস-মুরগি এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কিছু মানুষের মধ্যে শনাক্ত হয়েছে।
গরুর লক্ষণ
D1.1 স্ট্রেইন ভাইরাসে আক্রান্ত গরুর মধ্যে প্রধানত দুধ উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়া এবং ক্ষুধামন্দা রোগ লক্ষ করা যায়। বিজ্ঞানীরা বর্তমানে এই ভাইরাসটির সংক্রমণ প্রক্রিয়া এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরো গবেষণা চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে, যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের প্রায় ১,০০০টি ডেইরি খামারে H5N1 সংক্রমণ পাওয়া গেছে, যার মধ্যে সর্বশেষ সংক্রমণের খবর এসেছে ক্যালিফোর্নিয়া থেকে।
সংশ্লিষ্ট ব্যাপারে CDC যেসব পদক্ষেপ নিয়েছে:
- প্রতিটি H5 সংক্রমণের জন্য স্থানীয় ও রাজ্য পর্যায়ের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মহামারী সংক্রান্ত গবেষণা পরিচালনা করছে।
- সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করতে সক্রিয় নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
- ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অভিযোজিত হয়ে মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করছে।
- ভাইরাসটির জিনগত পরিবর্তন পর্যবেক্ষণ করছে, যা বিদ্যমান ফ্লু অ্যান্টিভাইরাল ও টিকার কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।
নতুন এই স্ট্রেইনের কারণে বার্ড ফ্লু সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং কৃষি সংস্থাগুলো বিশেষ নজরদারি চালিয়ে যাচ্ছে।