Saturday , April 19 2025

রাজশাহীতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: আমিনুল ইসলাম (রাজশাহী) : রাজশাহী অঞ্চলের কৃষকদের কৃষি তথ্য বিস্তারে সচেতনতা বৃদ্ধি ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “কৃষি তথ্য বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজশাহীর কৃষি তথ্য সার্ভিস কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন জেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্য এবং অগ্রগামী ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. মোতালেব হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা-এর প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বিএম রাশেদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে কৃষি বিষয়ক তথ্য সংগ্রহের কৌশল, মাটির স্বাস্থ্য রক্ষা, কীটনাশকমুক্ত সমন্বিত চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, শুধুমাত্র অধিক খাদ্য উৎপাদন করলেই চলবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও মেধা বিকাশের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি দুর্গাপুর উপজেলার শানপুকুরিয়া এআইসি, পান বরজ ও সরিষার ক্ষেত পরিদর্শন করেন।

এ প্রশিক্ষণে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, অগ্রগামী কৃষক-কৃষাণীসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।

This post has already been read 3135 times!

Check Also

মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহারের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা’য় মাটি পরীক্ষার ভিত্তিতে বারি গম ৩৩ এ সুষম সার ব্যবহারের প্রায়োগিক ট্রায়ালের …