বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫

“রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন”-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রংপুর সংবাদদাতা: রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন-এর বার্ষিক বনভোজন গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত বিনোদনকেন্দ্র “স্বপ্নপুরি”-তে অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই ফ্যামিলি সদস্য ও স্পন্সর মিলিয়ে প্রায় ১০০ জন সদস্য বনভোজনে অংশগ্রহণ করেন। সকাল ১১টার দিকে স্বপ্নপুরিতে পৌঁছানোর পর সকালের নাস্তা গ্রহণের পর সবাই পরিবারসহ বিভিন্ন রাইড উপভোগ করেন এবং স্বপ্নপুরির নয়নাভিরাম পরিবেশ উপভোগ করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মাহমুদ, সদস্যসচিব ছিলেন ডা. বাপ্পী। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ডা. শ্যামল সরকার, ডা. শাহ আযম, ডা. মিলকান, ডা. রাফসান জনি, ডা. রাহী ও ডা. জিম। সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন, যার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

দুপুরের খাবারের পর স্পন্সরদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সেক্রেটারি ডা. এ এফ এম শামীম। তিনি সকল স্পন্সর, আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্পন্সরদের মধ্যে প্লাটিনাম স্পন্সর হিসেবে এসিআই এনিমেল হেলথ লি.- এর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন সেলস ম্যানেজার কামরুল হুদা এবং এমএম এগ্রো লি.-এর পক্ষ থেকে ক্রেস্ট নেন আরিফ। গোল্ড স্পন্সর রালস্ এগ্রো লি.-এর পক্ষে জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মোফাক্কারুল ইসলাম ক্রেস্ট গ্রহণ করেন।

সিলভার স্পন্সর হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন- ইনসেপ্টা কোম্পানি থেকে রিজিওনাল ম্যানেজার আর. এম. রুমান কবির, অপসোনিন এগ্রোভেট থেকে রিজিওনাল ম্যানেজার মো. ইব্রাহিম, ইমপাল্স এগ্রিসায়েন্স থেকে মো. সাজ্জাদ, এসএমজি থেকে ম্যানেজার মি. ফারুক হোসেন। স্পন্সর কোম্পানির প্রতিনিধিগণ শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র এবং বিভিন্ন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী প্রতিটি পরিবার ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে সংগঠনের সভাপতি ডা. ভূবনানন্দ রায় (সবুজ) আয়োজক, স্পন্সর ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি সংগঠনের বন্ধন আরও দৃঢ় করতে ছোটখাটো আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী বছরে আরও বৃহৎ পরিসরে জমকালো আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

This post has already been read 30 times!

Check Also

প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের ডিজিদ্বয়ের সাথে স্কয়ার এগ্রোভেট প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষ্যৎ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় এর সাথে সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি …