মো. আমিনুল ইসলাম (পাবনা) : ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের বাংলা ভাষার শুদ্ধচর্চা নিশ্চিত করার লক্ষ্যে “সর্বস্তরে বাংলা ভাষা—শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” বিষয়ক কর্মশালা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. লুৎফর রহমান, নির্বাহী পরিচালক, ছায়ানীড়। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জনাব মো. জাহাঙ্গীর আলম শাহ, এআইপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. সাইফুল আজম খান।
কর্মশালায় অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমিত বাংলা বানান ও উচ্চারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাঝে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, শুদ্ধ উচ্চারণের কৌশল এবং ভাষার শুদ্ধতা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনের ৭২ বছর পরও বাংলা ভাষার যথাযথ মূল্যায়নে আমরা পিছিয়ে রয়েছি। চীন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, জাপান, তুরস্ক, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইরানসহ বিভিন্ন দেশ তাদের নিজস্ব ভাষায় জ্ঞান-বিজ্ঞানচর্চা করে বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদেরও শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চা জরুরি।”
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল বানান রীতি অনুসরণ না করলে ভাষা বিকৃত হতে পারে এবং অনেক ক্ষেত্রে অর্থেরও পরিবর্তন ঘটে। বইয়ের ভাষা ও কথ্য ভাষার পার্থক্য উল্লেখ করে বক্তারা লেখার ভাষায় শুদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
প্রায় ৩০০ শিক্ষার্থী, ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার আয়োজনের আহ্বান জানানো হয়।