মো. জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম। তিনি চলতি বোরো মৌসুমে রোগ ও পোকামাকড় থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং মাটি স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ, জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। দেশের সিংহভাগ ধান উৎপাদন হয় সিলেট অঞ্চলে, তাই আগামী ৩ মাস মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিকতা ও সবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করেন।
সভায় অনাবাদি পতিত জমিতে গম, ভুট্টা, তিল, মুগ ও গ্রীষ্মকালীন সবজির উচ্চফলনশীল জাতের চাষ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাসায়নিক সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত মনিটরিং বাড়ানো এবং সময়পযোগী কৃষি বিষয়ক লিফলেট ও ফোল্ডার সরবরাহের মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তাবায়ন সর্ম্পকে অবহিত করা করেন-হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামন। খরিপ-১ মৌসুমের প্রধান প্রধান ফসলের জাতভিত্তিক বীজের চাহিদা, বীজ প্রাপ্তির উৎস, কৃষকের নিকট বীজ মজুত, দন্ডায়মান মাঠ ফসলে করণীয়সহ বিভাগীয় কার্যক্রম ও কর্ম-পরিকল্পনা বিষয়ক আলোচনা করেন- মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ; সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ; সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান। পবর্তীতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চলমান বিভাগীয় কার্যক্রমসহ এই মৌসুমের কর্ম-পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/ সংস্থা ডিএই, এসসিএ, এআইএস, বারি, বিনা বিএডিসি (সার ও বীজ, সেচ), এসআরডিআই, বিআরআরআই,বিএসআরআই এর কর্মকর্তাবৃন্দ এবং কৃষি পন্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্টান ও অগ্রসরমান কৃষকগণ অংশগ্রহণ করেন।