Wednesday , April 23 2025

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। আজ (০২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর উক্ত আদেশ জারি করে বলে জানা যায়। এ সিদ্ধান্তের ফলে কৃষক ও ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে আলু সংরক্ষণের সুযোগ পাবেন এবং বাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, কোল্ড স্টোরেজ মালিকদের এ আদেশ মেনে চলতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন মহল। তবে, কিছু ব্যবসায়ী মনে করছেন, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে কার্যকর তদারকির প্রয়োজন হবে।

This post has already been read 6155 times!

Check Also

রপ্তানিমুখী আলু উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এসিআই আলু-১০ (ভ্যালেনসিয়া)

আলু একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল যা চাল, গম এবং ভুট্টার পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম ফসল। …