নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাণিজ আমিষ ও ফিড শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইব্রাতাস ট্রেডিং কোম্পানি এবং আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর যৌথ উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত উক্ত মাহফিলে দেশের প্রাণিজ আমিষ সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা, বিজ্ঞানী ও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শুরু হয় আসরের নামাজের পর বিকাল ৫:০০টায়। শুরুতেই রমজানের তাৎপর্য ও এর নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। সেখানে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আস্থা ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান (স্বপন) ও নির্বাহী পরিচালক জিএইচএন এরশাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তারা সকলের মাঝে সম্প্রীতি, ব্যবসায় সমৃদ্ধি, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান তৈরিতে অবদানসহ সবাই মিলে একসাথে চলার দোয়া কামনা ও প্রত্যয় ব্যাক্ত করা হয়।
তাঁরা বলেন, ফিড ও প্রাণিজ আমিষ শিল্প কেবল ব্যবসার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সরবরাহেও অনন্য অবদান রাখে।
অনুষ্ঠানে আস্থা ও ইব্রাতাস পরিবারের মরহুম সদস্যগণ, কর্মরত সদস্যদের জন্য ছাড়াও সেক্টর সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশের শান্তি, উন্নতি এবং সকলের মঙ্গল কামনা করা হয়। এরপর উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন, যা এই আয়োজনকে আরও সৌহার্দ্যময় করে তোলে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধকে প্রসারিত করে। অতিথিরাও এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।