নিজস্ব প্রতিবেদক: খাদ্য সংকট মোকাবিলা ও মজুত বাড়াতে ভারত ও ভিয়েতনাম থেকে চাল আমদানির অংশ হিসেবে ৩৫ হাজার মেট্রিক টন চাল বহনকারী দুটি জাহাজ আজ (১৭ মার্চ) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে MV TANAIS DREAM এবং সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে MV HONG LINH 1 বন্দরে ভিড়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিয়েতনামের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে প্রথম চালানে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। এবার দ্বিতীয় চালানে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন চাল এসেছে।
বন্দরে পৌঁছানো চালের গুণগত মান যাচাই করতে নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে দ্রুত চাল খালাসের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি উদ্যোগে আমদানি করা এই চাল সরকারি গুদামে সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। খাদ্য বিভাগের এক কর্মকর্তা জানান, এ চাল মজুত বৃদ্ধির পাশাপাশি ন্যায্যমূল্যে বিক্রির বিভিন্ন কর্মসূচি চালু রাখতে সহায়ক হবে।