নিজস্ব প্রতিবেদক: দলমত নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতায় দেশের কৃষি ও প্রাণিজ আমিষ খাতকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন কৃষি পেশাজীবীরা। তারা বলেন, “আমরা কৃষি পেশাজীবীরা একটি পরিবার এবং এই পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুখী ও সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠনে আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারি।” এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর উত্তরা সেক্টর-১০ এর সী শেল হোটেল অ্যান্ড পার্টি প্লেস-এ এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে রাজধানীতে কর্মরত কৃষি, পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রায় ১৭০ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশ-এর অন্যতম সদস্য এ কে এম শামসুল আলম বাবু (কনসালট্যান্ট)। এরপর তিনি সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য ছাড়াও দেশের সকল মানুষের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
ইফতার মাহফিল ও মিলনমেলায় সংগঠনের সভাপতি আমির হোসেন সানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, এভন এনিমেল হেলথ-এর ভাইস প্রেসিডেন্ট ও সংগঠনের সদস্য মো. মাহবুব হাসান, সিইও এ কে এম সায়েদ সরোয়ার লিটু, সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. গোলাম আজম চৌধুরী, ড. জি এ চৌধুরী তুলু, মুসা তালুকদার চমক ও ড. শহীদুল্লাহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, “দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে পেশাদারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা এ খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।” তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং দেশের কৃষিপেশাজীবীদের কল্যাণে আরও কার্যক্রম পরিচালিত হবে।
এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশ-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানো হয় এবং আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।