Tuesday , April 1 2025

স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ওএমএস চালের বরাদ্দ বৃদ্ধি!

নিজস্ব প্রতিবেদক: স্বল্প আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম জোরদার করেছে। এই উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য ও সাশ্রয়ী দামে সরবরাহ করা হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

বর্তমানে দেশের সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার মোট ১,০৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সরকার চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ব্যতীত দেশের অন্যান্য ৪০১টি উপজেলায় ওএমএস কার্যক্রমে বরাদ্দকৃত চালের পরিমাণ বৃদ্ধি করেছে। এখন থেকে এসব উপজেলায় প্রতিদিন ৩ মেট্রিক টনের পরিবর্তে ৪ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে। প্রতিকেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, যা বাজারের তুলনায় অনেক কম।

এছাড়া, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন ১ মেট্রিক টন করে চাল ওএমএস কার্যক্রমের আওতায় সরবরাহ করা হচ্ছে, যাতে পাহাড়ি অঞ্চলের স্বল্প আয়ের জনগণও এই সুবিধা ভোগ করতে পারে।

বর্তমানে সারাদেশে মোট ১,৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা এবং দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সরকারের এই উদ্যোগ নিম্ন ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সরকার এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করছে, যাতে কেউ খাদ্য সংকটে না পড়ে।

This post has already been read 66 times!

Check Also

পাকিস্তান ও ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ আজ (০৫ মার্চ) …