Monday , April 21 2025

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২৬ তম ম্যাচ।  ফাইনালের সেরা বিতার্কিকের পুরষ্কার পান ২৬তম ব্যাচের সাইমা ইফফাত রহমান মিম।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩ টায় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মূলত বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) কর্তৃক আয়োজিত আন্ত: ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক পর্বের অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ছাত্র সমিতির পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় এই আন্ত:লেভেল বিতর্ক প্রতিযোগিতার।

সংসদীয় পদ্ধতির আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার সিকৃবি পর্বে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী দলসহ মোট পাঁচ সদস্য বিশিষ্ট দল ঢাকায় আন্ত: ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করবে। এদিকে ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যের হাতে পুরষ্কার তুলে দেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন, বিভিএ  কে ধন্যবাদ জানাই এমন ব্যাতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজনের জন্য। আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা সিলেক্টেড হয়েছে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় ভালো করবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকেও এ ধরনের সৃজনশীল অনুষ্ঠান আয়োজনে আমাদের চেষ্টা থাকবে।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এছাড়াও আন্ত‌‌ লেভেল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. মো. মোহন মিয়া, অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

This post has already been read 66 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …