Tuesday , April 22 2025

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) সম্প্রসারিত কার্জনির্বাহী কমিটিরর বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী সংবাদদাতা: শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৫টায় রাজশাহীর তাকওয়া প্রোপার্টিজ অফিসে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস)-এর সম্প্রসারিত কার্জনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সোসাইটির নির্বাহী কর্মকর্তা ও লাইফ মেম্বাররা উপস্থিত ছিলেন।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয়:

১. বিএলএস-এর স্থায়ী অফিস প্রতিষ্ঠা

২. বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উদযাপন

৩. ৬ষ্ঠ বিএলএস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা-২০২৫

বি এল এস সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার-এর সভাপতিত্বে বৈঠকে স্থায়ী অফিস প্রতিষ্ঠার জন্য ২.৫ কোটি টাকা তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই তহবিল ২৫০ শেয়ারে বিভক্ত হবে, যার প্রতিটির মূল্য ১ লক্ষ টাকা। সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ ৬ষ্ঠ বিএলএস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা আগামী ১৩ ডিসেম্বর ২০২৫-এ আয়োজনের তারিখ চূড়ান্ত করেন।বিশ্ব ভেটেরিনারি দিবস- দিবস উপলক্ষে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পুঠিয়া সদস্যদের সমন্বয়ে কর্মসূচি এবং ২৬ এপ্রিল রাত ৯:৩০টায় ভার্চুয়াল সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইসমাইল হক (উপ-পরিচালক, রাজাবাড়ী হাট ডেইরি ডেভেলপমেন্ট ফার্ম) লাইভস্টক খাতের টেকসই উন্নয়নে বিএলএস-এর ভূমিকা তুলে ধরেন। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান ও ড. মো. আব্দুল মান্নান প্রাণিসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করেন।

স্থায়ী অফিস প্রকল্প উপ-কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য মোছা. সালিনা বেগম, আলামিন, সুব্রত মণ্ডল ও মোজিবুর রহমান প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ মো.  এনামুল হক আসন্ন বিএলএস অ্যাওয়ার্ডের আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অন্যান্য মতামত ব্যাক্ত করেন সদস্য জাহিদ, আফরোজা, কাজল, শামিম, জামাল প্রমুখ সংগঠনের উন্নয়নে তাদের পরামর্শ প্রদান করেন। বিএলএস সভাপতি বৈঠকের কার্যবিবরণী সংক্ষিপ্ত করে সভা সমাপ্ত ঘোষণা করেন।

This post has already been read 66 times!

Check Also

ক্ষমতা নিতে নয় বরং দায়িত্ব পালন করতে এসেছি- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গাজীপুর সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আমরা যার উপদেষ্টা আছি তারা শুধু …