সোমবার , জানুয়ারি ৬ ২০২৫

২০২৫ সালের মধ্যে কৃষকদের মাঝে ৫১,৩০০টি কৃষি যন্ত্র সরবরাহ করবে সরকার -কৃষি সচিব

বারি উদ্ভাবিত হাওর অঞ্চলের উপযোগী কৃষি যন্ত্র প্রদর্শনীর স্টল পরিদর্শন করছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সংবাদদাতা: কৃষি সচিব  মো. সায়েদুল ইসলাম বলেছেন, ২০২৫ সালের জুনের মধ্যে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৫১,৩০০টি কৃষি যন্ত্র সারাদেশের কৃষকদের মাঝে সরবরাহ করবে। হাওরাঞ্চলের কৃষকের জন্য সরকার বিশেষ উন্নয়ন সহায়তা প্রদান করছে যার মাধ্যমে কৃষক উপকৃত হচ্ছে।

শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সরেজমিন গবেষণা বিভাগ, কিশোরগঞ্জ এর আয়োজনে ‘হাওরাঞ্চলের উপযোগী বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বারি’র আওতাধীন ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে আয়োজিত উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. অপূর্ব কান্তি চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব)  সাবিহা পারভীন, বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক  এস এম সোহরাব উদ্দিন, নিকলী উপজেলা চেয়ারম্যান এ. এম. রুহুল কুদ্দুস ভূঞা (জনি), নিকলী উপজেলা নির্বাহী অফিসার  মোছা. শাকিলা পারভীন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারি’র ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আইয়ুব হোসেন। বারি’র এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বারি’র সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানে বারি উদ্ভাবিত হাওর অঞ্চলের উপযোগী কৃষি যন্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এবং অতিথিবৃন্দ এ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব  বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে হাওরবাসীর অনন্য অবদান রেখে চলেছে। দেশে মোট উৎপাদিত বোরো ধানের শতকরা ২০ ভাগ আসে এই হাওরাঞ্চল থেকে। হাওরের যেমন চ্যালেঞ্জ আছে তেমনি সম্ভাবনাও রয়েছে। দেশের বৈরী প্রতিবেশের চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করার জন্য কৃষি মন্ত্রণালয়ে ইতোমধ্যে ৬টি হট স্পট চিহ্নিত করেছে যার অন্যতম হলো হাওর।

তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে কৃষি যান্ত্রিকীকরণ অপরিহার্য। বর্তমানে দেশে বিভিন্ন কারণে কৃষি শ্রমিকের সংকট সৃষ্টি হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকলে কৃষি উৎপাদন ঝুকির মুখে পড়বে। তাই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি শ্রমিকের সংকট মোকাবেলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে হবে।

কৃষি সচিব আরো বলেন, সরকার গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরকার কৃষি যান্ত্রিকীকরণের উপর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা কৃষকের উপযোগী বিভিন্ন ধরনের লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করছে যার অধিকাংশই কৃষক পর্যায়ে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের পাশাপাশি এ প্রতিষ্ঠান কৃষি যন্ত্র প্রস্তুতকারক, মেকানিক, খঝচ ও যন্ত্রচালকদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এছাড়া সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সমতলে ৫০% এবং হাওর ও উপকূলীয় অঞ্চলে ৭০% ভর্তুকির মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি কৃষকের নিকট বিতরণ করছে।

 তিনি আরো বলেন, হাওর অঞ্চলে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো দ্রততম সময়ের মধ্যে বোরো ধান উঠানো বা কর্তন করা। স্বল্প সময়ের মধ্যে বোরো ধান উঠাতে না পারলে পাহাড়ী ঢলে ধান তলিয়ে যায় এবং কৃষকের ব্যাপক ক্ষতি হয়। পূর্বে কৃষি যন্ত্র না থাকায় হাওরে বোরো ধান উঠাতে অনেক সময় লাগতো এবং বন্যায় কৃষক ক্ষতিগ্রস্থ হতো। বর্তমান সরকার বিশেষ করে  কৃষি মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কৃষক এখন কম্বাইন হারভেস্টার দিয়ে দ্রুততর সময়ের মধ্যে হাওরের ধান উঠাতে সক্ষম হচ্ছে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, দেশের শস্য উৎপাদন বাড়ানো, শস্য সংগ্রহোত্তর ক্ষতি কমানো, ক্রমবর্ধমান কৃষি শ্রমিক স্বল্পতা নিরসন ও চাষাবাদে যোগান দেয়া পানি, সার, বীজ, কীটনাশক ইত্যাদির যথার্থ ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষকদের উপযোগী প্রায় ৫০ ধরনের কৃষি যন্ত্র এ পর্যন্ত উদ্ভাবন করেছে। যার অধিকাংশই কৃষকদের কাছে অত্যন্ত সমাদৃত। প্রায় ৫০ হাজার বারি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকের মাঠে ব্যবহৃত হচ্ছে এবং দেশে উৎপাদিত ভুট্টার প্রায় শতভাগ এই যন্ত্র দিয়েই মাড়াই করা হয়। এছাড়া পাওয়ার টিলার চালিত বারি বীজ বপন যন্ত্র ও বেড তৈরির যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, ফল শোধন যন্ত্র, সৌরচালিত পাম্প ইত্যাদি যন্ত্রগুলোও কৃষকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। কৃষকের মাঠে চলমান বারি উদ্ভাবিত যন্ত্রের সংখ্যা প্রায় আড়াই লক্ষ। দেশের কৃষকদের উন্নয়নে বারি’র এ প্রচেষ্টা অব্যহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সকালে সরেজমিন গবেষণা বিভাগ, কিশোরগঞ্জে ‘ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও কৃষক সমাবেশ ২০২২’ অনুষ্ঠিত হয়। ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বারি অংগ)’ এর অর্থায়নে আয়োজিত আয়োজিত এ প্রশিক্ষণ ও কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের  সচিব  মো. সায়েদুল ইসলাম।

This post has already been read 2729 times!

Check Also

আমন ধানে ব্রাউন প্ল্যান্ট হপার আক্রমণ: ফলনের ক্ষতি ও করণীয়

ড. মো. মাহফুজ আলম: বাংলাদেশে ধান প্রধান ফসল হিসেবে পরিচিত এবং এর উৎপাদন গ্রামীণ অর্থনীতির …